ল্যাম্প পোস্টের মাথায় একটাই কাক ডাকছিল...
কেমন করে সে আমি না বললেও চলে।
  ...নীচে একটাই মাতাল টলছিল।
মাতালের পায়ের মতই
      কাপতে কাপতে এসেছিল সে ...
কোয়ান্টামের একটাই পাতা খোলাছিল ঘণ্টার পর ঘণ্টা...
নিজের কবিতা পড়তে পড়তে আবার ডেকে উঠেছিল কাক ।
যে পথে পা বাড়াব , সেই এসে মিশেছে আমার
অস্তিত্বে ...
কোনও একদিক আমার জীবদেহ ভেবে আকড়ে ধরেছি ।
আমার বাপাশে শুয়েছিল সে
কুকুর আর কাকের কোরাসের সাথে ...


  আমি কবি নই জেনেও
        কেউ তো আছে যে আমার হাতে
পেন্সিল আর ইরেসার তুলে দেয়...
   লিখি আর মুছি ...!!!