স্বপ্নের পর স্বপ্ন আসে আরো বেলা যেতে
আমাকে দৃশ্যের পর দৃশ্যের ওপিঠে
এঁকে রেখেছে মুন্ডুহীন চিত্রকর ...
মুর্তি গড়েছি
উঠোনে সাজানো ছাঁচ
পা ফেললেই গিলে নেয় কাদামাটি ...
গঙ্গাপারের ভীড়ে দাঁড়িয়ে
চিনতে পারি না
কোন মুর্তিটা একদিন আমার ছিল !
প্রশ্ন রয়ে গেছে তালাবন্দি
উত্তরপত্র শোবার ঘরে কাঁদে ।
আবার খুঁজে আনো তুমি কবি
আমার মরে যাবার ভীষন শখ ।