আমার কত কবিতা কথায় কুলোয়নি...
কত হাজার কথা কবিতাই...
পা থেকে আর এক পায়ের ফাঁকটুকু বুজে আসে...
কতদিন ভাবিএমন এক ডায়েরি লিখি
চোখে-আঙ্গুলে দেখিয়ে দেবে একা হওয়ার অন্য মানে...
হয়ত অনেককিছু পায়নি, হয়ত কি! নিশ্চয় পায়নি ...
তোমায় নাইবা পেলাম আজ ,
আমার নাইবা রইল কাজ ভোলানোর কাজ...
এইত আমি আছি
যদি থেকে যায় যোজন ক্রোশ পথ
মাঝখানে থাকনা
যদি বেঁচে যায় বালি আর বালিয়াড়ি
আমি পার হতে চায় না।
আমি জানি ,তুমিও
সব রং মিলে শুধু ড্যাব ড্যাবে সাদা ।