কাল IRCTC-তে বয়স চব্বিশ টিপেছি ।
এইতো-এইত কদিন আগের কথা
আতর-বুড়োর দাড়িপাল্লায় চম্বুক লাগিয়ে চানাচুর বাড়িয়েছি ।
ধরা পরে প্রতিশোধের ধুপ দিয়ে টাইম বম্ব রেখেছি রোজ দুপুরে জানলায় ।
ছেলেবেলা একবার মনে এলে থামেনা ।
লালরাস্তা-মাটিতে পাতা বস্তা ইস্কুল থেকে তেতুল তলায় তাশ ।
থাক ছেলেবেলা
এইযে আমি , BARC এর সেরা পাচজন ভলি- প্লেয়ারদের
একজন।
এত কেবল আমার গ্রাম এর জন্য .
যারা আমায় শিখিয়েছে , কেউ খেলবেনা Govt. of India জারসিতে ।
আমার কত কি যেন করার ছিল, আছে ।
অথচ
নুন্যতম টুকুও করা হয়নি,
নাকি করিনি ! আমি জানিনা ।
আমার যেন কতকিছু করার কথা ছিল, আছে ।
দেবদ্যুতি যেমন চা-আর-সিগারেটের যৌথ ধোয়ায় Independents' consolidation দেখে ,
সৈকত মহাকাশ-না-gravity বুঝতে নেদারল্যান্ডের সদা মেঘলা আকাশে কলকাতার বরষা লিখছে ফেবু-তে ,
ঠিক আমি যেমন ভাবছি, একটা কবিতা অন্তত সুনীল/শঙ্খ/ জয়
এর মত হবে একদিন ।
জানলা না খুলে জানলার বাইরে মাঠ মাঠ পাট দেখে নিই অবসর মত ।
আমার কত কি যেন করার ছিল, আছে ।
প্রেমিকা-প্রেমিক ছাড়া থাকা দায়-হলেও, যায় ।
একে মাঝে সাঝেই উকি দিয়ে দেখতে লাগে ।
...আমার যেন কতকিছু করার কথা ছিল, আছে ...