যেখানে যাওয়ার কথা ছিল, যাওয়াই হলনা।
পৌছনো গেলনা ফেরার পথেও...
পিঠে বিধে রয়েছে দশটা নখ
চুল আটকে গেছে আঙ্গূলের ফাকে
তাই দিয়ে লিখছি সস্তার দু'কলম ...
ভালো থেকো বলতে বলতে কবিতার মধ্যে হারিয়ে যাচ্ছে কেউ ...
এইসব কবিতার কথাই আমি বলে এসেছি এতকাল ।
এ ছবির ভেতর রোজ একবার জেগে ওঠার সাধ !
আশ্চরয !! ক্রমশ মনে হয়
কোন এক জন্মে আমি নিজে , এই কথামালা বাতাসে জমা রেখে গেছি ...
যে জন্ম তুমি দিয়েছিলে
আমায় ।