দলছুট রোদ্দুরও আজ
লাইনচ্যুত ...
দুরের আকাশ, আনছো তুমি
রামধনু রং ...!
হয়ত তোমারও জানতে বাকি,
এক পেয়ালা জীবন আমার
অনাঘ্রাতা ...
ট্রেনের গেটে রাত বিরেতে
দাঁড়িয়ে থাকি ...
ছিটকে আসা দু এক পসলা
তাকেই চেনায় ...
কিনছি আমি কয়েকটা দিন
দু এক আনায় ...
'বছর' বলে ডাকব বলে ।
আসছো তুমি ?! আজ বিকেলে ।
তিন কুড়ি দিন
বছর চারেক বলছ তুমি ?! বলতে পারো ,
ওরাও বলে ...