রংদেমাকি
-----------মোহাম্মদ হাসানুর রহমান
সাত রঙেরা ঝগড়া করে,
শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে,
সবার দাবী অসম আমি
গুনবিচারে, নামে-দামে ৷
বেগুনি রং ভাববিলাসী
দেমাক তার রাজপোশাকে,
রং-রাজ্যের তার’ই মতো
সম্মান নেই কারো এতো।
নীলের ভাবনা- সে অভিজাত
সবাই করে তার সুখ্যাতি
প্রজ্ঞা-জ্ঞানের সে ধারক বাহক
রঙ ভুবনে তাই মহান্বিত !
আসমানী রং শান্ত স্বভাব
গর্ব তা’র সাগর-আকাশ,
বলে- অসীম পানে দৃষ্টি মেলো দেখো
খুঁত পাবে না কোথাও একটু কোনো ।
সবুজ বলে সে আশার প্রতীক,
জীবন সাজায় সজীবতায়,
ফল-ফসল ও বৃক্ষলতায়
তার’ই ছোঁয়ায় হৃদয় জুড়ায় ৷
হলুদ বলে সে আছে ফুলে-ফলে
গ্রহ-তারায়, বিনোদন ও বরণডালায়
দূর হয়ে যায় দুঃখ বিষাদ, ভলোবাসায়
প্রফুল্ল হয় অশান্ত মন, তারই ছোয়ায় ৷
কমলা জাগায় হৃদয়ে প্রেম
প্রভাত-সাঁঝে, আলোকচ্ছটায়।
সাধু-সন্ন্যাস, ধর্ম-দর্শন
কমলা বলে- আমি সবকিছুরই অনুপ্রাণন ৷
লালের দাবী- সে তেজস্বিনী
সৃষ্টিশীল ও ধ্বংস লীলায়
বিধি নিষেধ, শক্তিসাহস-
সবকিছুতে কেবল তাকেই মানায় ৷
সাতরঙেদের ঝগড়া বিবাদ উঠলো যখন তুঙ্গে,
কালোর চাদর ঢেকে দিলো বেনীআসহকলা’র অঙ্গে।
সাঁঝের আলো বিদায় নিলো
রংগুলো সব হারিয়ে গেল।
আঁধার বলে-আলো ছাড়া বড়াই করো কিসে,
সুন্দর সবাই যে যার রঙে গর্ব করা শুধুই মিছে।
সাদা হলো বিশুদ্ধতা
সাতরঙেদের মিশ্রণতা
আপন রঙে ভূবন ভরাও
বন্ধু হয়ে হাতটি বাড়াও-
আলো আঁধার দিনে-রাতে থাকে মিলেমিশে
সাতরঙেরা একই ফ্রেমে রংধনুতে সাজে।