বাদলের সুর
--- মোহাম্মদ হাসানুর রহমান

টুপুর টুপুর ছন্দ তুলে বৃষ্টি ঝরে ঝুমুর ঝুমুর
পাতায় পাতায় নূপুর বাজে, একটানা সুর মিষ্টি মধুর।
বাদল ঝরে রুমঝুমাঝুম, সারাবেলা ধরে
টিনের চালে বাদ্য বাজায়, ঝুনঝুনাঝুন সুরে।

আষাঢ় এলেই আকাশ জুড়ে মেঘের ঘনঘটা
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি যেন- জলমুক্তোর ছটা।
শ্রাবণ মাসে জল থৈ-থৈ, ঝড়-বাদলে’র প্রলয়
মাঝে মাঝে দমকা বাতাস, উদাস ঘুঘু’র ডাক।

বর্ষা এলেই গাছে-গাছে সবুজ প্রাণের ছোঁয়া
বিলে-ঝিলে শাপলা শালুক, ডাহুকী করে খেলা।
সুবাসিত গন্ধে ভরা জুঁই কামিনী কদম হাসে,
নীল অম্বর সাজে দিনভর, কাজল বধূর বেশে।

বাদল উৎসব খিচুড়ি ভুনা, কেউবা কাটায় অনাহারে
কারো ঘরে নেইকো চালা, ভিজছে পাখি গাছের ডালে।
কৃষাণী বধূর খোপায় কদম, গলায় শাপলা মালা
পেটের ক্ষুধা প্রেম মানে না, বাড়ে দুঃখ-জ্বালা।

ফলবে ফসল মাঠে মাঠে, ফুটবে চাষির মুখে হাসি
ঘুচবে দুঃখ আসবে সুদিন, আশা নিয়ে বেঁচে আছি।
জোর বাদলে গলা ছেড়ে ডাকছে ব্যাঙ ঘ্যাঙর-ঘ্যাঙ
একতারা তে সুর তুলেছে, ঝিঁঝিঁ পোকা নিশিভর।