মানবী তুই হৃদয় ছেড়ে কোথায় যাবি!
তুই কি আমার হৃদয় মাঝে ব্যস্ত কোন রাস্তা হবি!
অবাদ আনাগোনার কোন চেনা পথিক!
পথের ধুলা যেমন পায়ের স্পর্শ চিনে;
তেমন কোন চেনা হৃদয়!
তুই কি রাতে নিয়ন বাতির আলোক হবি!
আমার ব্যথার অথই পাথার!
ব্যথা গুলো টেনে নিবি নদীর মতন;
সাগর যেমন বুকের গহীন নদী টানে!
নদীও যেমন সাগর পেয়ে দুঃখ লুকায়,
তুই কি আমার হৃদয় চূড়ায় কৃষ্ণচূড়ার আগুন হবি
বুকের উষ্ণতাতে আমার চুপটি করে লুকিয়ে রবি
উষ্ণ হৃদয় লেপ্টে রবি শামুক হয়ে!
অভিমানী; ও মানবী; চুপটি কেন!
হৃদয় হবি আয়;
আয় মানবী আমার বুকে দুঃখ হবি আয়,
হৃদয়ে তোরে জড়িয়ে নেবো দুঃখ তিয়াসায়।