এই তো সেদিন প্রবাল দ্বীপে
গাঙচিলের সাথে দেখা
এই নষ্ট শহর
মায়াভরা চোখ
কিংবা কর্পোরেট হাসির চেয়ে
গাঙচিল হয়ে জীবন কাটানো ভালো
শুকনো শ্যাওলায় ঘর বানাবো
এর চেয়ে চাহিদাপ্রবণ হবে না কেউ
নীল জল আমাকে
ছুঁতে চাইবে বারবার
নেই কিছু আর যে হারাবার
এবার আমি গাঙচিল হবো
উদ্যম আকাশে
উড়ে বেড়াবো
সাগরের অতলে
তুমি ডুবুরীর মতো মুক্তো না হয়
খুঁজতে থাকো
যদি কখনো বেলাভূমিতে
ক্লান্ত হয়ে ফিরে আসো
দেখো আমার ছোট্ট খড়কুটোর নীড়
এখানে কোনো ভয় নেই
হাঙর কিংবা তিমির
তবে এবার আমি গাঙচিল হবো
আকাশের বিশালতায়
ঘুরে বেড়াবো
যেভাবে উড়াতাম ছোট্টবেলায়
হাইড্রোজেন বেলুন