ঝড় বৃষ্টি ঘণ কুয়াশার
রাত পেরিয়ে
তরুণ নাবিক ফিরছে
চিরচেনা ঘাটে
মাঝবয়েসী মা
জায়নামাজে ফুপিয়ে কাঁদে
সন্তান ছাড়া নাই যে
কেউ তার এই তল্লাটে

যাত্রী বেশী মনু মিয়া
বাদাম বেঁচে ডেকে
স্ত্রী তার ভাত চড়ায় আগুনে
মোল্লাবাড়ির টেকে

জিসান নামের ছোট্ট পুঁচকে
হাওয়া খায় জানালায়
যেক'টা জেলে মাছ ধরে
বারবার ডাক দিয়ে চিল্লায়

ছন্দা নামের প্রসূতি নারী
প্রসব বেদনায় ভোগে
ঠান্টু মিয়ার জাদুর মজমায়
মতি পকেট কাটে সুযোগে

লঞ্চ চলছে ভোলার লঞ্চ
মাছের আঁশটে গন্ধ
দেশপ্রেমিক ছাত্রনেতা
বোঝাচ্ছে সবাইকে
মহাজন দের  চাঁদা টা করুন বন্ধ

লঞ্চ চলছে
রাত জমছে
প্রসূতি ছন্দার কান্না বাড়ছে
আকুতি বাড়ছে বৃদ্ধা মায়ের
চাঞ্চল্যে ভাত নিয়ে বসে আছে
মোল্লাবাড়ির টেকে কেউ
জিসান বাবু ঘুমিয়ে গেছে
জাদুর মজমা পণ্ড আছে
শুধু শোনা যায়
দেশপ্রেমিকের বলিষ্ঠ আওয়াজ
শোনা যায় কেবল বাংলার নদীর ঢেউ