তোমার জন্য যুদ্ধে গেলাম
হলাম আহত
তুমি আমার রইলে না
পাশ কাটিয়ে কত
স্মৃতি
আবার গেলাম যুদ্ধে আমি
পরাজিত সৈনিক হয়ে
তোমায় না পাই
দেশকে বাঁচাই
হই না রক্তাক্ত
শহীদ
তুমি ভুলে যাও
দেশ ও ভুলে যায়
অস্ত্র লুটিয়ে
অস্তমিত
মাটিতে রক্তের দাগ
প্রশ্ন তবু
তোমার তরে
তোমার চোখে
তোমার অনুভূতিতে
মনের ট্যাংকারে গোপনে
রেখেছ কি
আমার জন্য ভাগ?
লাভ কি?
আমি হাসতে ভালোবাসি
হাসতে হাসতে মৃত্যু হোক
তবু তুমি জিতে যাও
দেশ জিতে যাক
জাতি থাকুক ভালো
আমি না হয় কোনো
গহীনে কোনো
গণকবরে উল্টিয়ে আছি
চোখ খুললেই কিছু
দেখছি না
পুরো টাই তো কালো