৭১ রে বুকের রক্ত
শংকু দিলো ঢেলে
২৪ শে সাঈদ দিলো
চিরচেনা হেসে খেলে
কলিজাটা বিস্তৃত
৫৬ হাজার বর্গমাইলে
ওদের পরিচয় ওরা যে সব
নূরুল দীনের ছেলে

জাগো বাগে কোনঠে সবাই
কান্না জড়ানো চিৎকার
উত্তর ই দেয় সাহসের যোগান
পুরো দুনিয়া কাপানোর সমান