কেমন আছো মায়াবতী
ওই দূরের আকাশে
উড়তে পারছ কি
মেঘের ডানা মেলে
বাতাসের রঙ কি ফ্যাকাশে?

খোঁজ করে দেইখো তুমি
আমার সুবাস আজও নীল
যাযাবর জীবন আমার
গোফের মধ্যে লুকিয়ে আছে
তোমার প্রিয় সেই তিল

কেমন আছো মায়াবতী
তোমার নতুন খাঁচায়
বুকের পাঁজরে আওয়াজ শুনে
কেউ কি তোমায় বাঁচায়?

খোঁজ করে দেইখা তুমি
সমুদ্র আজও উত্তাল
দূরের  ঐ নাবিক টা এখনো
পুরনো জাহাজেই মাতাল


কেমন আছো বন্ধু
কেমন রাখছো সব?
কারো চোখে দেখতে পাও
নিজের অবয়ব?

খোঁজ করে দেইখো তুমি
সেই চোখ হয়েছে অন্ধ
মৃত নদীও সাগরে মিশলে
ঢেউ ঢেউয়ে দ্বন্দ

ঢেউ উঠে যমুনায় পদ্মায়
পারুলী পায়রায়
ঢেউ ছুটে যায় বঙ্গোপসাগরে
জাহাজের পর জাহাজ ছুটে যায় আসে
নতুন সব নাবিকে মুখরিত বন্দর
তবু কার আশাতে
মায়াবতী তোমার এতো হাহাকার
কার জন্যে ভায়োলিনের সুর বাজায় অন্তর?