বর্ষা ছাড়াও
হৃদয়ে বন্যা হয়
দুঃখ ছাড়াও
শিরায় শিরায় ক্ষয়
বানভাসি মানুষ আমি
বানের জলেই ভাসি ডুবি
তোমার চোখেও কি অপরাধ ছিলো?
দেখতে পেয়েছিলে তার সব ই?
বর্ষা ছাড়াও
হৃদয়ে বন্যা হয়
আধো জলে ডুবেও
হচ্ছে না সংশয়
বানভাসি মানুষ আমি
বান ছাড়াও কিন্তু ভাসি
জল চলে গেলে
আমিও হবো
সবুজ মাঠের চাষী