তোমাকে খুঁজে পাই, মোর ছন্দে;
তোমার সেই অভিভূত সুগন্ধে।
আমি আছি, তোমার সব শোধিত মন্দে;
আমি স্ফূর্ত, তোমার হাসিমুখো আনন্দে।
দেখিবো তোমার চোখ, হলেও তা কোনো রন্ধ্রে;
তোমার জন্য প্রস্তুত আমি সকল প্রকার দ্বন্দ্বে।
তুমি মিশে আছো শরতের সেই কান্তে;
সেই সুন্দরতা যেন জেগে উঠে বসন্তে।
ঝরে পড়া পাতা এবং স্নিগ্ধ বায়ুর প্রশান্তে;
আমি অপেক্ষায় আছি সেই আবহাওয়ার প্রান্তে।
করে চলেছি পরিশ্রম বিনা কোনো শ্রান্তে,
একদিন তুমি বাধ্য মোর ভালোবাসার মানতে।
পড়ে থাকি ঘরের কোণে, অবরুদ্ধে;
তুমি শুধু হাতটা রেখো মোর স্কন্ধে।
তুমি আছো হিয়ার সম্পূর্ণ বন্দে;
তোমায় মনে রাখিব, জীবনেরও অন্তে।