আর কে আছে আমি ছাড়া
এত ভালোবাসবে তোকে
আর কে আছে শুধু তুই ছাড়া
এত বেশি বোঝে আমাকে।

তোমাকে দেখার পরে
আর কিছু দেখিতে না চাই
তোমাকে চাওয়ার পর
আর কিছু না চাই।

পাই বা না পাই
তুই ছাড়া আর কিছু না চাই
তোর এলো-মেলো চুল
তাতেই আমার যত ভুল।