সখি, আমার বুকের জমি
আজ রুক্ষ মরুভূমি,
কার উঠোনে বর্ষা ঝরাও তুমি!
চাতক পরান আমার
মেঘের জল গো তুমি।

মেঘে জল বর্ষণে বিনে
চাতক প্রাণের তৃষ্ণা মিটাবে কেমনে?
সখি, তোমারে খুঁজিয়া মরি
চাতক পরান আমার
মেঘের জল গো তুমি।