তোমার বিষাক্ত চুম্বন
আমাকে নীল করে
অক্টোপাসের মতো আষ্টে-পৃষ্ঠে
জড়িয়ে সংকীর্ণ করেছো আমাকে
আমি ভুলেছি আলেয়াতে।
আমার প্রসারিত বক্ষে তোমার পদাঘাত
পিষ্ট করেছে হৃৎপিণ্ড
রঙিন স্বপ্নগুলো আজ ধূসর-মলিন
গোধূলির রঙিন আকাশ
যেমন গ্রাস করে রাতের আধার।
ভরা যৌবনে পূর্ণিমা চাঁদ-
আমাবস্যার রাত
আমার কাছে সব সমান
জ্যোতিহীন আজ দু’চোখ
তুমি আমার চন্দ্রগ্রহণ।
ধিক্কার তোমাকে
তুমি প্রেমিকা নও; আলেয়া
তুমি মিথ্যা মায়া
তুমি মানবী নও
শুধু রক্ত-মাংসের কায়া।