নবীর দোয়ায় খোদার দয়া
নবীর ঘরে জন্ম নাম তার ইয়াহিয়া,
শৈশবে তিনি কাঁদিলে এত
অশ্রুজলে গাল হয় ক্ষত।
খোদার ধারে কবুল সে পানি
পিতা দেখে নবুয়তের নিশানি,
হযরত ইয়াহিয়া আলাইহেসাল্লাম
ইহুদিগনে দেন সত্যের পয়গাম।
পিতার পরে বসেন নবী আসনে
হেদায়েত করেন তাওহিদের ভাষণে,
বাইতুল মুকাদ্দাস হতে করেন দ্বীনের প্রচার
ভয় কর উম্মত মাবুদের বিচার।
সমাজে তখন ভরে যায় অযাচার
শরিয়তে করেন প্রতিবাদ তার,
খোদাদ্রোহী জুলুমকারী বন্দি করে তারে
নিরাপরাদ নবীকে শিরোচ্ছেদে মারে।
নবীর জন্য সম্মান শাহাদাতের
কাফেরের জন্য শাস্তি রয়েছে পাপের,
আল্লাহর প্রিয় তিনি, আল্লাহর মেহেমান
দুষ্ট কাফের যেন শয়তান সমান।
অপঘাতে মরে পরে খোদা-দুশমন
যার হাত রঙা ছিল করে নবী খুন,
দুনিয়া দেখিল খোদার বিচার
অসীম ক্ষমতা তাঁর, ন্যায়ের আধার।