শুভ্র বলাকা
নীল আকাশ কি তোমার একা?
সাদা পালকে সূর্য পরেছে ঢাকা
ইচ্ছা করে আমিও মেলি পাখা।
আমাকে নেবে তোমাদের সাথে?
আমিও যেতে চাই সেই পথে
তোমাদের দলে যাব মিলে
শান্ত বিকেলের আকাশের নীলে।
আবার যদি হয় দেখা গগন তলে
শাপলা বিলের অল্প জলে
তোমার সাথে কাটাব সময়
তুমি একটু সময় দিলে।
শুভ্র বলাকা
আমাকে নেবে তোমাদের সাথে?
উড়ে যেতে চাই দিগন্তের পথে
যেতে চাই সেই ঠিকানাতে।