যুদ্ধ তোমার-আমার
যুদ্ধ কবি আর কবিতার।
নৃত্যের তালে যাই সব দলে,
ঘুঙুরের ঝনঝনে
বাজে যুদ্ধের দামামা।
গোলা-বারুদের নয়,
ছন্দের দ্বন্দ্বে যুদ্ধটা হয়।

যুদ্ধ তোমার-আমার
যুদ্ধ কবি আর কবিতার।
ভেঙে পদ শৃঙ্খল,
বাঁধি পরি শব্দ শৃঙ্খলে।