তোর প্রতিটি চুম্বনে
আমি নিঃশেষিত হই,
যেন মাদকের আসক্তি—
নিশ্বাসে- বিশ্বাসে শুধুই তুই।

প্রতিটি চুম্বনে বুক পোড়ে
তুই সরে যাস আরও দূরে,
পাষাণ হৃদয় কেমন করে ছুঁই
শুধুই প্রতীক্ষাতেই রই।

জানিস কি তুই? অপেক্ষাটাই
দীর্ঘ কালের দীর্ঘশ্বাসে,
বিশাদের এক ঘর বেঁধেছে
দিন কাটে না হাহুতাশে।

বিশ্বাসে বিষ মিশে
নিশ্বাসে তবু তুই,
ফিরে আয় শূন্যপটে
তোরে মনের কথা কই।

তোর প্রতিটি চুম্বনে
আমি নিঃশেষিত হই,
কোথায় যেন হারিয়ে গেলি—
শুধু অপেক্ষাতেই রই।