একটি একাকী পানকড়ি

ডুব সাঁতারে খেলে লুকোচুরি

জলকেলি খেলে

সখী কোথায় লুকালে?



এবার বসন্তে

দু’জনায় একান্তে

চল বাঁধি ঘর

জাগিছে যেথায় ডুব চর।



আমরা দুজনে

দক্ষিণ কোণে

নির্জন চরে

ছনে বাঁধা ঘরে।



এই বসন্তে

কোন দূর প্রান্তে

চল গোধূলিলগ্নে

সবার অজান্তে।

এই বসন্তে একাকী পানকড়ি।