সদুম ছিল পাপের শহর
মানুষ নয় যেন সব ইবলিশের চর,
ঘৃণ্য কাজে মত্ত তারা
এমন পাপ আগে দেখেনি ধরা।

হেদায়েতে এলেন নবী লুত
শান্তির পয়গাম দেন আল্লাহর দূত,
আল্লাহকে ভয় কর
কর সত্যর শপথ, সত্য পথ ধর।

ডাকেন নবী, "ওহে জাতি
পাপের পথে শুধুই ক্ষতি,
সত্য দ্বীনে আছে  জ্যোতি
সেই পথেই পাবে মুক্তি।

পাপের বিষ তাদের মনে
নবীকে কাঁদায় অপমানে,
খারাপ কাজ যাদের ধর্ম
সত্যবাণী শোনে না সে কর্ণ।

বারে বারে নবীর দাওয়াত
ফিরে এসো হে উম্মত,
শোন লুতের ফরিয়াদ
পাবে তোমরা হেদায়াত।

দিনে দিনে হয় পাপ ভারী
অলেখ্য আসছে ধ্বংস তাহারি,
বারজন ফেরেস্তা এলেন জমিনে
পাপির বিনাশ হবে সামনে।

মানুষ রূপে হলেন নবীর মেহমান
জাতির পাপে নবী পেরেশান,
নবীর বিবি করিল এলান
পাপীরা আসে  তাদের করতে অপমান।

নিজ হাতে তাই জিব্রাইল আমিন
উল্টে ফেলে পাপের সে জমিন,
যেভাবে ধ্বংস  আদ-সামুদ
সেভাবে ধ্বংস হল কাওমে লুত।