নশ্বর দেহে অবিনশ্বর প্রাণ
সদ্য ফোটা ফুলের মতো
ছিল সজীব,
ভোরের আকাশের মতো উজ্জ্বল।

ছিল নক্ষত্রের মতো দীপ্তিময়,
হৃদয়টা আকাশের মতো বিশাল।
অনেক অনেক স্বপ্ন ছিল,
বিচরণ তার বিশ্বময়।

দক্ষিণের হাওয়ায় ঘুড়ির মতো ছিল
দিগন্তহীন উদাসী পথচলা।
কী জানি কী হলো?
হয়তো ঈশ্বরের অভিশাপ ছিল!

একদিন কী জানি হলো,
ফুলটা শুকিয়ে গেল,
আকাশটা ঢেকে গেল
ঘন কালো মেঘে।

নক্ষত্রের যেমন পতন হয়, তাই হলো
একটা নষ্ট জীবনের গল্প।