পানশালায় তর্ক ভীষণ
কে করেছে খুন?
রক্ত জমাট হৃদয় আমার
আঘাত কাহার
ধ্বংস আজ কোন পাহাড়?

ভীষণ খরায় পোড়ে মন
পোড়ে বন
দারুণ ক্রোধের উদ্গীরণ,
গণন বিদারি বাজ
জুমের জমি রক্তাক্ত আজ।

পাহাড়ে পাহাড়ে আগুন লাগে
সমততটে কেন ঘুম
বিবেক ঘুমায়?
মনে রেখ ভাই পুড়বে তুমিও
জ্বলে যদি জুম।