আমার ঘুম ভাঙানো পাখি
আমি রাত্রি জেগে থাকি
একলা একটা চাঁদ
তারার মেলায় দেখি।
অনেক দূরের আকাশ
মেঘের ভেলা ভাসে
একলা কাটে রাত্রি আমার
বারান্দাতেই বসে।
তন্দ্রার ঘোরে থাকি
স্বপ্নে আঁকি-বুঁকি
মাঝে মাঝে মনের ঘরে
দেও না একটু উঁকি।
আমি উদাস উদাস থাকি
তোমায় শুধু ডাকি
আমার ঘুম ভাঙানো পাখি
আমি রাত্রি জেগে থাকি।