যত্ন করে কষ্ট দিলে
বন্ধু তোমার ঘরে নিলে না,
চাতক প্রাণের তৃষ্ণা মেটে না
কেন তুমি আমার হলে না?

গাঁথি মালা তোমার নামে
যত ব্যথা দিলে প্রাণে,
মারিলে বান প্রেমের ছলে
সুখ কি তুমি পেলে?

জীবন গেল কেঁদে কেঁদে
ভাসালে অশ্রু জলে,
কপাল দোষে পর করিলে
তোমায় পাওয়া হলো না।

খুঁজি তোমায় দ্বারে দ্বারে
আমার আমি যায় হারিয়ে,
অন্ধ দু’চোখ তোমায় দেখে না
আর কত দিন সইবো যাতনা।