আমার সবুজ কোথায় হারালে,
অবুঝ প্রাণের কষ্ট বাড়ালে।
মিলেছো যে বেদনার নীলে,
তুমি কি সেখানেই ছিলে?

যে ছিল সতেজ প্রাণ,
শ্যামল যৌবনের কুহু তান,
আজকে সে বোবা পাখি,
অশ্রুজলে ধূসর হয়েছে আঁখি।

পাঁজরের ভেতর সবুজ টিয়া,
মুক্ত আকাশ তোমারে দিয়া।
বন্দি করি নিজেরই নিজে,
তোমারে কেন রে খোঁজে?

ফাগুন বনে আগুন দিয়া,
পাষাণ প্রাণের পাষাণ প্রিয়া।
হয়েছো কি তুমি সুখী?
তোমার লাগি কাঁদিছে হিয়া।

আমার সবুজ হারালে কোথায়?
বিবর্ণতা আজ লতা-পাতায়।
আয় ফিরে, আয় তুই,
পূর্ণতা দে হৃদয়ের শূন্যতায়।