পাষাণ দেবীর মূর্তি তুমি,
আমার জানা ছিল না।
পাষাণে পুজো করে
ভালোবাসা পেলাম না।

বুকের রক্তে জবা ফুটি
দিয়েছি তোমার চরণতলে,
ভালোবেসে চেয়ে ছিলাম তোমায়
তবু পাষাণ মন না গলে।

হেলায় করেছ অপমান
পাইনি তোমার ভালোবাসার দান
যে বেদিতে দিয়েছি প্রণাম
দেবী ভেবে করেছি অপাত্রে দান।