অজস্র কাব্য লেখা হয়েছে
তোমাকে নিয়ে
স্মৃতির মিনারেও তুমি।
কোথায় নেই বল!
তোমাকে ভালোবেসে
অমর হয়েছে কবি।
‘আমি কবি হতে আসিনি’,
ঠাঁয় দাঁড়িয়ে আছি
তোমাকে প্রেম নিবেদন করতে।
দেখ, আমিও কি পাগল?
নিজেকে প্রেমিক ভাবছি
প্রেমের পদ্ম নিয়ে আসিনি।