প্রতিদিন সন্ধ্যা হলে
সব পাখি নীড়ে ফেরে
আমি আশ্রয় খুঁজি অস্তাচলে,
পথে পথে খুঁজি
নিশিথের কোলে।

কোন এক একলা পাখি
আমারই মতো পেলেই,
ভবঘুরে-বাউণ্ডুলে
গাছের শাখায় নীড় বানাবো
পাতার ছাউনিতে তুলে।