গোপন প্রণয় প্রিয়া
কত অভিলাষ, অভিসার
নিষিদ্ধ প্রেম প্রিয়া
নিশীথে জাগিবার।

কত রজনী পরে
দেখিয়াছি চাঁদের কলঙ্ক
তারার বিলাস সেথা সাজাইয়াছে
নববধূর বাসরের পালঙ্ক।

অবাধ্য আকর্ষণ
নিষিদ্ধ ফল গন্ধম
তুচ্ছ যেথা স্বর্গের ফুলবন
আদি পাপে পিতা আদম।