কতটা দুঃখ বুকেতে লয়ে
পাথর হয়েছো নীলা,
কতটা দুঃখ সয়ে সয়ে
অসময়ে ফুটলে অপরাজিতা।

কতটা বেদনায় নীল হয়েছো
নীলকণ্ঠ পাখি,
নীল বেদনার নোনা জলে
অন্ধ হয়েছে এ আঁখি।

যতটা দুঃখ সয়ে সয়ে
আকাশ হয়েছো নীল,
ততটা দুঃখ বুকেতে লয়ে
মনের দরজায় দিয়েছি খিল।

সখি, ব্যথা দাও, দেবে যত
বিরহের নিশী যাতনায়,
অকাতরে আমি কেঁদেছি কত
সর্প বিষে হেয়িছ নীল।