বীজ অঙ্কুরিত হবে
ধ্বংসস্তূপ থেকে জন্ম নেবে,
সবুজ পল্লবে বৃক্ষ ছেয়ে যাবে
আবারও সে ছায়া দেবে।
যেখানে ছাই-চাপা আগুন
নীচে থাকে ঢাকা,
যখন আসে ফাগুন
ফিনিক্স পাখি মেলে তার পাখা।
আকাশ কি ঢাকা যায়
কালো ধোঁয়ায় কিংবা মেঘে?
কালো মেঘ সরে যায় হাওয়ায়
প্রকৃতি আবারও জাগে।
যেখানে রাত গভীর হয়
ঘুম কেটে গেলে
সেখানেই সূর্যের উদয়
দেখ আঁখি মেলে।