বিশ্ব ঘুরে খুঁজে খুঁজে
রতন কুঁড়াই আমি
আসল রতন করিনি যতন
পাথর ভেবেছি দামি।
আসল রতন পাইনি খুঁজে
বিশ্ব সংসার মাঝেঁ
হীরা মানিক নয় তো সে ধন
যা করেছি আমি আপন।
রতন চিনতে জহূরী লাগে
বুঝি নাই তো আগে
হারায়ে ধন, আসল-রতন
পরেছি অভাবে।
খুঁেজ ফিরি পশ্চিম -পূবে
দেখা হয় নাই হৃদয় মাঝে ডুবে
যে ধন আমি কুঁড়িয়েছি হায়
পাথর সবই, শ্রম বৃথায়।