বনু ইস্রাঈলের এক সত্য নবী
হযরত জাকারিয়া (আঃ) ধ্যানের ছবি,
খোদার ঘর বাইতুল মুকাদ্দাস
সেখানেই ছিলেন মাবুদের এ দাস।

নবীদের ভালোবাসেন আল্লাহ মহান
জাকারিয়াকে করেন তিনি নবুওয়ত দান,
তাওরাত থেকে দেন শরীয়তের বিধান
অন্ধকারে হারানো জাতির কাছে কালেমার জ্ঞান।

পিতৃহীন মরিয়মকে নবী  প্রতিপালন করে
নিসন্তান পিতৃহৃদয় কাঁদে খোদার ধারে,
দ্বীনের তরে চাই উত্তরাধিকার
পুত্রের সাধ মনে জাগিছে তার।

নবী করেন দোয়া রাব্বুল আলামিন
"অসীম ক্ষমতা তোমার, নেক সন্তান দিন,
তোমার তরে এমনই সন্তান চাই
আমার পরে হবে যে দ্বীনের দায়ী।"

ধীরে ধীরে কাটে রাত, কাটে দিন
মনের আশা হয়ে আসে হীন,
কবুল হয় নবীর সে দোয়া
মহান খোদা দান করেন পুত্র ইয়াহিয়া।

ধর্ম মানে না তারা, অধর্মের ধূম
প্রতিবাদ করেন নবী, শরীয়তের হুকুম,
কপাল পোড়া ইহুদি জাতি এমনই বেঈমান
নবীকে করে খুন—হয় খোদার নাফরমান।