ইসহাক (আঃ)-এর দোয়া
নবুয়তের ধারায়,
ইব্রাহিমের (আঃ) তরে আল্লাহর ওয়াদায়
তিনি এলেন ধরায়।
ভাইয়ের ভয় অন্তরে
কী জানি সে কী করে,
মায়ের কথায় কেনান ছেড়ে
গেলেন তিনি দেশান্তরে।
মাতুলে সে ঘর করে
দ্বাদশ সন্তান সংসারে,
স্নেহময়ী পিতা তিনি
ইয়াকুব নামে তাঁকে চিনি।
চৌদ্দ বছর রাখাল হয়ে
কাটে তাহার মরুর পথে,
ছিলেন তিনি দ্বীনের দায়ী
জন্মভূমিতে ফিরলেন তাই।
পড়লেন নবী পরীক্ষায়
সবচেয়ে প্রিয় সন্তান হারায়,
কেউ জানে না পুত্রের খবর
আল্লাহর পথে করেন সবর।
পুত্রশোকে কাঁদে হৃদয়
কেঁদে কেঁদে আল্লাহকে কয়,
মাবুদ আল্লাহ হলেন সদয়
পিতা-পুত্রের মিলন হয়।
বিপদে পড়িবে যখন
করো মুমিন ধৈর্য ধারণ
ইয়াকুব নবীর পথে
ধৈর্য্য ধর ঈমানের সাথে।