দ্বীনের রাহবার, প্রতীক প্রজ্ঞার
যোগ্য পুত্র যোগ্য পিতার,
এ জগতে তুলনা নাই যার
পিতার মতো নবী খোদার।
যাবূরের পবিত্র সে বাণী
তাহার মুখেও শুনি,
অবাধ্য যত ইনসান- জ্বীন
মানিত তাহার দ্বীন।
জগতের সকল প্রাণী
শাসন করিতেন তিনি,
হৃদয়ে তাহার ছিল ভালবাসা
বুঝিতেন তিনি সকলের ভাষা।
"রাব্বি হাবলী মুলকান
লা ইয়াম্বাগী লি আহাদিম মিম্ বাদী"
দোয়া করে নবী সুলায়মান
কবুল করিলেন আল্লাহ্ মহান।
কবুল হয় নবীর দোয়া,
জগৎ দেখিল রবে দয়া,
এমন রাজ্য তার
জগতে তুলনা নেই যার।
পাখির মুখে শুনে
এক রানীর কথা জানে,
কয়েম করিতে আল্লাহর শাসন
জিন দ্বারা আনে তার সেই আসন।
সাবা নগরীর রানী বিলকিস
পেয়ে হযরত সুলায়মান আশিস,
আসিয়া খোদার দ্বীনে
তাওহীদ লয় মেনে।
আল্লাহর কত যে মাখলুক
দূর করিতে সকলের দুঃখ,
চলিয়া কুদরতি বাহনে,
সুলায়মান পারি দেন আসমানে।
বাইতুল মুকাদ্দাস করিতে নির্মাণ
লাঠিতে ভর দিয়ে নবী হলেন দণ্ডায়মান,
লাঠি ভেঙে যায়,যখন কাঠ খায় ঘুণে
পরলোকে গেলেন নবী, জানিল জ্বীনে।