সদুমের পাশেই মাদিয়ান নগরী
গিয়েছিল যখন পাপেতে ভরি,
হেদায়েত পাঠালেন এক নবী
শুয়াইব নাম তাঁর, সত্যের প্রতিচ্ছবি।
তারা ওজনে দিতো কম
প্রতারণায় ছিল জম,
মারত অন্যের হক
ছিল তারা আস্ত ঠক।
ডাকিল নবী প্রভুর পানে—
"আসো কওম, আল্লাহর দ্বীনে,
ওজনে দাও ঠিক, ছাড়ো প্রতারণা
দিনে দিনে শুধু বাড়িতেছে দেনা।"
হিসাবের দিনে রব করবেন বিচার
সমুখে আজাব আসিয়াছে তার,
মুক্তি পেতে আজাব হতে
চলতে হবে দ্বীনের পথে।
সত্য শুনিয়াও নাফরমানে
ফিরল না তো দ্বীনে,
নবীর কষ্ট বাড়ে কাওমের অপমানে
নিজেদের ধ্বংস নিজেরাই আনে।
অবশেষে আসিল নিধনের দিন
আকাশ হল মলিন,
ভূমিকম্প করল ধ্বংস
মাদিয়ানের কাফের অংশ।
নবীকে মানিল যারা
মুক্তি পেল তারা,
যদি পাইতে চাও পরিত্রাণ
মানিয়া চল আল্লাহর বিধান।