আল্লাহর ওয়াদা করিবেন দান
তার খলিলকে এক নেককার সন্তান
সুখবর নিয়ে এলেন ফেরেশতাগণে
বিস্ময় জাগে তখন সারা মায়ের মনে।

ফেরেশতারা সুধায় খোদার হুকুম
তোমার গর্বে মা ফুটিবে সে কুসুম,
যে হাসি জাগিলো মায়ের মনে
ইসহাক নামে তারে দুনিয়া জানে।

পিতা ইব্রাহিম মাতা সারা
আল্লাহর প্রিয় ছিলেন তারা,
নবীর পুত্র  হলেন নবী
তাদের হাতে দ্বীনের রবি।

ছিল তাহার কোমল হৃদয়
সন্তানের জন্য পিতা স্নেহময়,
প্রভুর নির্দেশ মানতেন সদা
তাতেই খুশি হলেন খোদা।

তাঁর বংশেই নবীদের ধারা
ঘর ছিল তার আলোয় ভরা,
ইয়াকুব নবী তাঁর সন্তান
যার ছিল তাওহিদের জ্ঞান।

হেদায়াতে ডাকেন নবী ইসহাক
আজও আমরা শুনি সেই ডাক,
তাওহিদের সেই আলো
মুমিন তোমার কলবেতে জ্বালো।