নবী হজরত ইলিয়াস
আল্লাহর এক বান্দা খাস,
দায়িত্ব পান রেসালাতের
গোমরা ইসরায়েলের হেদায়েতে।

রাজত্ব করত আখআব রাজা
রানী তাহার ইযাবিলা,
ছাড়িয়া তারা সত্য খোদা
'বা’ল' ছিল তাদের দেবতা।

নবী ইলিয়াস আলাইহিস সালাম
উম্মতের দেন সত্যর পয়গাম,
দ্বীনের দায়ী আল্লাহর পয়গম্বর
রাজাকে দেখান খোদার ডর।

কাফের রানী ইযাবিল
কুফরিতে ভরা ছিল তার দিল,
অবহেলা করে নবীর বাণী
নবীর সাথে করে দুশমনি।

আকাশ হয়ে যায় কৃপণ
বন্ধ থাকে বৃষ্টি বর্ষণ,
দুর্ভিক্ষ আসে দেশ জুড়ে
দুঃখ আসে ঘরে ঘরে।

ইবাদতের নামে ভণ্ড নবীদের বাণী
'বা’ল' দেবতার নামে দেয় কুরবানি,
সারাদিন করে পূজা-ভক্তি
অসার হয় তাদের শক্তি।

কারমেল পর্বতের উপত্যকায়
মুজিজা স্বয়ং নবী দেখায়,
আকাশ হতে অগ্নি আসে
কুরবানি কবুল, অগ্নি গ্রাসে।

নবীর দোয়া বৃষ্টি হয়ে,
মরুর জমিন দেয় ভিজিয়ে,
খোদার দয়াতে এই মুজিজা
তবু ফেরে না বে-ঈমান রাজা।

ঈমানে পূর্ণ  হবেন যিনি
রহমতে পূর্ণ হবে তিনি,
আল্লাহ যাহারে চান
করে তরে হেদায়েত দান।