ভালবেসে সখি
কলঙ্ক মাখিলে গায়
সেই প্রেমেতে চন্ডিদাসের
জাত যায়- কুল যায়।
রাত্রে আকাশে যে শশী
জ্যোৎসনা বিলায়
কলঙ্কিনী সেও;
সে দাগ মুছা নাহি যায়।
বিদোষীরে দোষে সমাজ
যে কলঙ্কের দায়
অমরত্ব পাইল সে প্রেম
রাধে -শ্যামায়।
বিরহ দহনে পুড়িলে মন
লাজ ফেলে সখি আয়
আমাদের প্রেমের অমরত্ব দেই
কলংক মাখায়ে গাঁয়।