আমাকে তুমি বিরহ দাও,
আমি কাব্য লিখি
আঘাতে আঘাতে ভেঙে ফেল হৃদয়,
পাথরচূর্ণ হোক সখি।

তুমি আরও বিরহ দাও,
বিরহের মহাকাব্য হবে
তোমার কপট ছল,
আমার কবিতার ছন্দ হবে।

আমাকে তুমি কষ্ট দাও,
সাজাই কথার মালা
আমার বেদনায় নীল হোক,
অমর কাব্যে নীলা।

তুমি যত অবহেলা দেবে,
যত দেবে জ্বালা
ততই আমার কবিতার খাতায়,
ছন্দরা করবে খেলা।

তোমার ক্ষুরধার কথা,
শাণিত করবে কবিতার পাতা
যত পোড়াতে চাও, পোড়াও,
পুড়ে খাঁটি হোক কবিসত্তা।