পথ তোমাকে ধন্যবাদ
তুমি খুলে দিয়েছ দুয়ার,
সে দুয়ারে আমার পথচলা —
দিগন্ত ছাড়িয়ে ছায়াপথে।

মহাবিশ্বকে পিছনে ফেলে
ছুটে চলি অজানার সন্ধানে।
পদচিহ্ন রেখে যাই পেছনে
স্বাগত জানাই নতুন পথিককে।