জীবনের রঙ্গমঞ্চে
আমি এক অভিনেতা,
কৃত্রিম হাসির আড়ালে
কান্নাকে লুকাতে শিখেছি;
কষ্টকে মেনে নিয়ে
হাসিমুখে দাঁড়িয়ে ঠিক আছি।
আমিও পাকা অভিনেতা—
জীবনের ছলচাতুরীতে
নিজেকে মানিয়ে নিয়ে
বাঁচতে শিখেছি।
অভিনেতা না হলে কেউ পারে বল?
মিথ্যাকে সত্য মেনে
বুকের ভেতরের গহীন বনে
মনটাকে দাফন দিয়ে
দিব্যি বেঁচে আছি।
আমি বেশ পেরেছি—
জীবন নদীর উল্টো স্রোতে
দাঁড় টেনেছি,
না চাইতেও পার ভেঙেছি,
পর হয়েছি।
অভিনয়টা ঠিক শিখেছি—
রঙ্গমঞ্চের আমি এক অভিনেতা
ভেতরের কষ্টটাকে বিদায় দিয়ে
সস্তাদামে সব দিয়েছি
রঙে-ঢঙে বেঁচে আছি।