তোমার উঠানজোড়া বর্ষাধারা
আমার বুকের জমিন খরায় পোড়া,
দাবানলে যেমন পুড়ছে নগর
আমাকে পোড়ালো বিরহ তোর।

তোমাকে রাঙালো তুলির আঁচর
আমায় বিমূর্ত করে হৃদয়হীন কোন চিত্রকর,
অভিমানে সরে গেলে, করেছ পর,
তোমাকে ছাড়া শূন্য এ বুকের শহর।

তোমাকে বাসতে ভালো
ছেড়ে এসেছি সূর্যালোকের সব আলো,
আলোক ভরে তোমার ঘরে
একলা আমি থাকি অন্ধকারে।

তুমি যতই ব্যথা দাও আমারে
তোমার পরশ ভেবে নেব তারে,
বলব না তুমি ফিরে এসো
ভাসব না আর স্বপ্নের সুখ-সাগরে।