পাখি তোর হাসতে মানা
কাঁদতে মানা
গুনগুনিয়ে গাইতে মানা
পাখিওে তোর যুক্ত ডানা
নীল আকাশে মেলতে মানা।
পাখি তোর বলতে মানা
চলতে মানা
জলেতে মানা
দলেতে মানা
জানতে মানা সব অজানা।
ঘরেতে মানা বাইরে মানা
পর করেছিস আপনজনা
শুনতে না চাই তোর বাহান
কষ্টের শুধু আনাগোনা
তবু তোর বেহায়পনা।
পাখি তোর পায়ে বেড়ী
খাচাঁয় তালা
এভাবে কি কাঁটবে বেলা
পোড়ায় যদি বিরহ জ্বালা
বন্ধ রাখ সব জানালা।
পাখি তোর হাসতে মানা
কাঁদতে মানা।