আমার বসন্ত বন
পুড়েছে তোমার দেয়া আগুনে
ফাগুন ফুলের বাগান
করেছ শ্মশান।
আরশি নগর ধ্বংস করেছ ধ্বংস লীলায়
জানিনা কোন উন্মাদনায়।
একটি সকাল চাই
অফুরন্ত স্বপ্ন নিয়ে নির্ঘুম চোখ
শুধু দুঃস্বপ্নের আনাগোনা
তুমি স্বপ্নভঙ্গের মায়াবী জোছনা।
বিরহে পুড়েছি তোর
রাত্রি জেগে জেগে হয়েছে কত ভোর।